স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টায় হাট মাধনগর বাজারে “হাটমাধনগর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার” ব্যানারে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোজাম্মেল হক এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অত্র প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হাসান আলীর পরিচালনায় এবং কোয়ালী পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাংবাদিক হোসাইন মোঃ মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে এন ইন্টারন্যাশনাল কোম্পানির কর্ণধার মোঃ জাহাঙ্গীর আলম,
অনুষ্ঠানের শুরুতেই হাট মাধনগর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও আয়োজক মোঃ মোজাম্মেল হক আবেগাপ্লুত হয়ে বলেন,আমি ছোটবেলায় সুস্থ্য স্বাভাবিক মানুষ ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে শারীরিক প্রতিবন্ধী করেছেন হয়তো মহান আল্লাহ তায়ালার এটা একটা পরীক্ষা। শারীরিক প্রতিবন্ধীতা একটা মানুষের জন্য কতটা কষ্টের এটা ঐ পরিবারের লোকজন এবং ঐ প্রতিবন্ধী ব্যক্তি ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না। তাই সমাজের সকল শ্রেণী পেশা ও বিত্তবানদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
অত্র অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীরাও আমাদের সমাজের একটি অংশ। তাই তাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এমন আয়োজন সত্যিই ব্যাতিক্রম, সমাজের সচেতন, শিক্ষিত ও বিত্তবানদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক ও সাংবাদিক মোঃ মাহাবুর রহমান মনি, বাগমারা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এবং সাংবাদিক মোঃ সাহাবুর রহমান। ডেকোরেটর মালিক মোঃ উজ্জ্বল হোসেন প্রমুখ।
সবশেষে অতিথিবৃন্দ উপস্থিত শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন, সকলের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোজাম্মেল হক।
আপনার মতামত লিখুন :