অনলাইন ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম কমিশনের (ইসি) অধীনে পুর্নবহাল না করলে আগামী ১৯ মার্চ থেকে অর্ধদিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা।
মানব-বন্ধনে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উপ-সচিব মনির হোসেন বলেন, ‘আগামী ১৮ মার্চের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করতে হবে। এর মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ১৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের সকল কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।’
ইসির কর্মকর্তারা বলেন, এনআইডি কার্যক্রম ইসির অধীনেই নিরাপদ রয়েছে এবং ভবিষ্যতেও তা নিরাপদ থাকবে। আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, একটি কুচক্রী মহল আগামী নির্বাচনে জটিলতা সৃষ্টি ও দুর্নীতির সুযোগ তৈরির উদ্দেশ্যে এনআইডি কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।
ইসি কর্মকর্তারা আরও বলেন, ১৩ কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এবং দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা জরুরি।
এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে ২০১০ সালের আইন বাতিল করে জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ প্রণয়ন করে বিগত আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারও এনআইডি সেবা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে।
নাগরিক সেবাকে সহজ করতে সম্প্রতি জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা একটি কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর থেকেই এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে নামেন ইসি সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা।-ইত্তেফাক
আপনার মতামত লিখুন :