আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো উপলক্ষে অবহিত করন সভা অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ /
আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো উপলক্ষে অবহিত করন সভা অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় লোকজ রিসোর্স সেন্টারে এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এ অবহিত করন সভার আয়োজন করে। সভায় জানানো হয় আমতলীতে এবছর ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস টিকা খাওয়ানো হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদারের সভাপেিত্বে লোকজ রিসোর্স সেন্টারে এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, ওয়াল্ড ভিশনের স্পন্সরশীপ অফিসার লিটন হিউবাট কোরাই, এনএসএস এর প্রোগ্রাম অফিসার মৃদুল সরকার, কমিউনিটি ডেভেলপমন্টে অফিসার রাধা রানী, খোকন দাস ও জ্যাকলিন টুম্পা মন্ডল প্রমুখ।
সভাপতি বিপ্লব আইজাক সরদার জানান, আগামী ১৫ মার্চ উপজেলার হলদিয়া, আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ও পৌরসভার শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর জন্য সরকারী দপ্তরকে সহায়তার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এই ক্যাম্পেইন এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের ৯৭ জন্য কর্মী দিনভর প্রতি ক্যাম্পে সহায়তা করবে।