সাকিব ও তাঁর স্ত্রী শিশিরসহ ৭ জনের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ


editor প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ /
সাকিব ও তাঁর স্ত্রী শিশিরসহ ৭ জনের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ

অনলাইন ডেস্ক: সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, তাঁর স্ত্রী উম্মে রোমান আহমেদ শিশিরসহ সাতজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার এক চিঠিতে বিএফআইইউ ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যক্তি ও তাদের কোম্পানি বা সংগঠনের নামে থাকা বিভিন্ন হিসাবের তথ্য দিতে বলেছে।
আরও যাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাঁরা হলেন—আবুল কালাম মাদবর, মো. নাজমুল বাশার খান, মোহাম্মদ বাশার, কনিকা আফরোজ ও কাজী সাদিয়া হাসান।
এর আগে শেয়ারবাজারে কারসাজির দায়ে সম্প্রতি সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই শেয়ারে কারসাজির জন্য শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুসহ আরও ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।