মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় কর্মরত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম ও উপজেলা পল্লী উনয়ন কর্মকর্তা ইমরান আলীর বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৭ জুলাই) উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম উজ্জ্বল।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) খেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে। উপজেলার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের খেলোয়াররা উক্ত খেলায় অংশ নেবে। এ মাসের ১৬ জুলাই খেলা শুরু হবে,শেষ হবে ২০ জুলাই।
পৃথক দুটি সভায় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,ডিএম বাবুল মনোয়ার,রবিউল ইসলাম, অ্যাড.ফিরোজ আহমেদ রনজু, উপজেলা কৃষি কর্মকর্তা শফিইউল্লাহ সুলতান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম,সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান,উপজেলা শিক্ষা মীর মামুনুর রহমান,বীর মুক্তিযোদ্ধা জোনাব আলী,প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।
আপনার মতামত লিখুন :