নাটোরে কৃষক ও শিক্ষার্থীদের মাধে সরকারি সহায়তা প্রদান


editor প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ /
নাটোরে কৃষক ও শিক্ষার্থীদের মাধে সরকারি সহায়তা প্রদান

নাটোর প্রতিনিধি : নাটোরে প্রান্তিক কৃষক ও বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে পৃথক সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ১৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ১৯০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
একই সময় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩শ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং২শ ৫০ জন ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ এবং সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুর রহমান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল প্রমূখ।