স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নিহত জিয়ারুল হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) একটি দল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তানোর থানার লালপুর নামক এলাকা থেকে ‘চাঞ্চল্যকর ক্লুলেস’ হত্যা মামলার আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃতর নাম ইকবাল হোসেন (৩৬)। তিনি তানোর লালপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়ারুল ইসলামকে হত্যার পর ইকবাল হোসেন পালিয়ে যায়। পুলিশের পাশাপাশি র্যাব উক্ত ঘটনার তদন্ত শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ইকবাল তানোর লালপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গত ২০ জানুয়ারী রাত ১১টর দিকে তানোর উপজেলা অডিটোরিয়ামে শহিদ মিনারে ফুল দেয়ার জন্য একত্রিত হয়। সেখানেই জিয়ারুল ইসলামকে হত্যার পরিকল্পনা করা হয়। জিয়ারুল মোটরসাইকেলে নারায়ণপুর থেকে বাড়ির দিকে যাওয়ার পথে তার পেছন থেকে ধারালো অস্ত্র মাথায় কোপ দিলে জিয়ারুল মাটিতে পড়ে যায়।
এসময় অন্যান্যরা তাকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় জিয়ারুলের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ ফরহাদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে। গ্রেফতার ফরহাদ ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিলে হত্যাকান্ডের সাথে জড়িতদের নাম বেরিয়ে আসে। গ্রেফতার ইকবালকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :