
অনলাইন ডেস্ক : র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি দল কর্তৃক বৃহস্পতিবার (২৩ মে) ১৩ মিনিটে জয়পুরহাটের পাঁচবিবি থানার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ৩১৪ বোতল ফেন্সিডিল এবং ৮ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।
উল্লেখ্য, মাদক চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রতনপুর এলাকায় অভিযান পরিচালনাকালীন অজ্ঞাত মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ৩১৪ বোতল ফেন্সিডিল এবং ৮ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত মাদক দ্রব্য যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :