হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় আগামী ২১ মে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম সান্টু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর বানুর যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচ’টায় ভবানীগঞ্জ আলু পট্রিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়া উদ্দিন টিপুর সভাপতিত্বে, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তাহের পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, তাহেরপুর পৌর মেয়র খোন্দকার শায়লা পারভীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড.পি,এম, সফিকুল ইসলাম, রাজশাহী বার এসোসিয়েশন সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ।
বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ০৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় বেসরকারি ভাবে শহিদুল ইসলাম শহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :