শাড়িতে উত্তাপ ছড়ালেন রুনা খান


editor প্রকাশের সময় : মে ৩, ২০২৪, ১১:৪০ অপরাহ্ণ /
শাড়িতে উত্তাপ ছড়ালেন রুনা খান

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। যত দিন যাচ্ছে ফিটনেস ও সৌন্দর্য দিয়ে সবসময়ই নিজেকে রাখছেন আলোচনার শীর্ষে।

জনপ্রিয় এই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ দেখা যায়। প্রায় বিভিন্ন ধরণের লুকে নিজের ছবি পোস্ট করে ভক্তদের মুগ্ধ করে থাকেন।

সম্প্রতি এই অভিনেত্রী সাদা-কালো শাড়ি পরিধান করে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন ‘ও যে মানে না মানা.. ‘।

ছবিগুলোতে এই অভিনেত্রী স্নিগ্ধ ও চমৎকার দেখা যাচ্ছে। যার প্রমাণ মিলে ভক্তদের কমেন্টের মাধ্যমে।

ছবিটির নীচে কাজী আসফা আলম নামের এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্যের ঘরে লিখেন ‘আহা কি দারুন দেখতে….. চোখ দুটি টানা টানা, যেন….. শুধু বলে ভালবাসতে, আহা

এছাড়াও নাহিয়ান নামের একজন ভক্ত লিখেছেন, আমার স্বপ্ন দেখা রাজকন্যা আছে, সে যে সাত সাগর আর তের নদী পাড়ে ময়ূরপঙ্খী বিলিয়ে দিলাম তারে।

রুনা খানকে ভক্তদের মন্তব্যের উত্তরে ধন্যবাদসহ লাভ ইমুজি ও লাভ রিএক্ট দিতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।