তানোরে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও নগদ অর্থ বিতরণ করলেন ইউএনও


editor প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ /
তানোরে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও নগদ অর্থ বিতরণ করলেন ইউএনও

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে ভিক্ষুক পুনর্বাসনে ১০ টি ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসব ছাগল ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ওয়াজেদ আলী প্রমুখ। এসময় নির্বাহী অফিসার বলেন, আপনারা ছাগল গুলো বিক্রি না করে লালন পালন করবেন। অনুদানের ছাগল মনে না করে নিজের ছাগল মনে করে যেভাবে লালন পালন করলে বাড়তি আয় আসবে সে চিন্তায় করবেন। বিশেষ করে ভিক্ষা বৃত্তি পেশা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।