অনলাইন ডেস্ক : বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং যুগের উঠতি সেনসেশন তৃপ্তি দিমরি ফের স্ক্রিন শেয়ার করতে চলেছেন ‘তুমহারি সুলু’ ছবি খ্যাত পরিচালক সুরেশ ত্রিবেণীর আগামী ছবি ‘মা বোন’-এ।
সম্পর্কের জটিলতা আর আবেগকে হাস্যরসের মোড়কে গল্প বলবেন পরিচালক সুরেশ। আগামী মে মাসে মুম্বাইয়ে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। এই ছবি মুক্তি পাবে সরাসরি নেটফ্লিক্সে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘মা বোন’ ছবির কেন্দ্রে রয়েছে এক মা-মেয়ের সম্পর্ক, যাদের জটিল আবেগ আর হাসির মুহূর্ত তুলে ধরা হবে চূড়ান্ত সংবেদনশীল আর বিনোদনমূলক ভঙ্গিতে। এই চরিত্রনির্ভর গল্পে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে।
তবে কোন অভিনেত্রী সেই ভূমিকায় অভিনয় করছেন, তা এখনও গোপন রাখা হয়েছে। তবে এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রবি কিষণকে এবং তার পাশাপাশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ধর্ণা দুর্গা এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন। সব মিলিয়ে দর্শকদের জন্য একেবারে চমকে দেওয়ার মতো কম্বিনেশন কাস্ট।
ছোটবেলা থেকে মাধুরীর ভক্ত তৃপ্তি আগেই জানিয়েছিলেন, মাধুরীর সঙ্গে কাজ করা তার জন্য স্বপ্নপূরণের মতো। এই ছবি সেই ইচ্ছাকে সত্যি করল। এর আগে ভুল ভুলাইয়া ৩-তে তার অভিনয় নিয়ে পরিচালক আনিস বাজমি বলেছিলেন, ‘এই ছবিতে ও যা করছে, তা দেখে সবাই চমকে যাবে।’
আপনার মতামত লিখুন :