বাউবি’র বিএ এবং বিএসএস পরীক্ষার ফলাফল প্রকাশ: পাশের হার ৭১.৩৩


editor প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ /
বাউবি’র বিএ এবং বিএসএস পরীক্ষার ফলাফল প্রকাশ: পাশের হার ৭১.৩৩

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০২২ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল আজ ২৮ এপ্রিল ২০২৫ সোমবার প্রকাশিত হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ হাবিবুল্যাহ মাহামুদ আজ দুপুর ১:৩০টায় আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর নিকট এ ফলাফল হস্তান্তর করেন।

পরীক্ষায় ৬টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৯৮ জন এবং পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৯৫৪ জন।

চুড়ান্ত পরীক্ষায় ৪৬ হাজার ৪৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৩ হাজার ১৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পরীক্ষায় পাসের হার শতকরা ৭১ দশমিক ৩৩।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ০৮ জন ‘A-’, ২৮৪ জন ‘B+’, ৩,৯১১ জন ‘B’, ১১,৮৪৬ জন ‘B-’, ১১,৮৪৮ জন ‘C+’, ৪,৭৫৪ জন ‘C’ এবং ৫০৫ জন ‘C-’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭,৬২৭ জন ছাত্র এবং ১৫,৫২৯ জন ছাত্রী।

শিক্ষার্থীদের ফলাফল result.bou.ac.bd ওয়েব সাইটে পাওয়া যবে। এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।