নীলফামারীতে জাতীয়তাবাদী কেন্দ্রীয় নেতাবৃন্দের সাথে জেলা আইনজীবী ফোরামের মতবিনিময়


editor প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ /
নীলফামারীতে জাতীয়তাবাদী কেন্দ্রীয় নেতাবৃন্দের সাথে জেলা আইনজীবী ফোরামের মতবিনিময়

মো. বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নীলফামারী জেলা ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা আইনজীবী সমিতির ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি আবু মো. সোয়েম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. গাজী কামরুল ইসলাম সজল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এ.এইচ.এম আব্দুল ওয়াহাব সজিব।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম সৈকত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. মো. শফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পিপি আল মাসুদ চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন,“দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আইনজীবী সমাজের ভূমিকাই হতে পারে সবচেয়ে কার্যকর ও শক্তিশালী হাতিয়ার। শুধু আদালত প্রাঙ্গণে নয়, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আন্দোলনেও আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনজীবীরা হলেন জনগণের কণ্ঠস্বর এবং ন্যায়ের প্রতীক। তাই সংগঠনের ভেতরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে, আইনজীবী ফোরামের প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় ও সুসংগঠিত হতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক পিপি গোলাম মোস্তফা সজীব, আইনজীবী হারেজ মর্তুজা বাবুল, মোরসালিন রায়হান কাকন সহ আরও অনেকে।