ঝিকরগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূকে ধর্ষণের চেষ্টা : আটক ১


editor প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ /
ঝিকরগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূকে ধর্ষণের চেষ্টা : আটক ১

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূ (৩০) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলাউদ্দীন সরদার ওরফে পল্টি আলাল (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ১৪ মার্চ রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।

আটক আলাউদ্দীন সরদার ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত ১২ মার্চ বুধবার ওই গৃহবধূর স্বামী তার ২ মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গৃহবধূ বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের আলাউদ্দিন সরদার গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। পরে গৃহবধূ ঘরে ঢুকলে তাকে দেশীয় অস্ত্র গাছিদা এর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় গৃহবধূর ডাক-চিৎকারে বাড়ির অন্য ঘরে থাকা লোকজন এগিয়ে আসলে আলাউদ্দিন নিজের গামছা, টচলাইট ও হাতে থাকা গাছিদা ফেলে পালিয়ে যান।

বৃহস্পতিবার১৩মার্চ  ওই গৃহবধূ  যশোর  ঝিকরগাছায়  উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে আসামি আলাউদ্দীনকে আটক করে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।