সোনাক্ষীর সঙ্গে নেই জাহির, সমালোচনা উঠতেই কড়া জবাব নায়িকার


editor প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ /
সোনাক্ষীর সঙ্গে নেই জাহির, সমালোচনা উঠতেই কড়া জবাব নায়িকার

অনলাইন ডেস্ক : বলিউডের অন্য দম্পতিদের থেকে বেশ খানিকটা আলাদা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। গত বছরের জুন মাসে বিয়ে সেরেছেন তারা। কিন্তু তাদের ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবুও দীর্ঘদিনের প্রেমিককে নিয়ে সুখেই রয়েছেন সোনাক্ষী।

এরই মধ্যে দোল উৎসবে মেতে উঠেছে ভারতের তারকা অঙ্গন। এতে অংশ নেন সোনাক্ষী সিনহাও। আর এ সময় নায়িকার সঙ্গে স্বামী জাহিরকে দেখতে না পেয়ে নানা আপত্তি তোলে নেটিজেনরা।

তাদের একাংশ মনে করেন, ভিন্নধর্মে বিয়ে হওয়ায় ধর্মীয় রীতি বা অনুষ্ঠানাদি নিয়ে এক দূরত্বের মাঝে আছেন সোনাক্ষী-জাহির দম্পতি। হয়তোবা এই বিষয়টি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব আছেন তারা! যদিও এসব জল্পনার কারণও স্পষ্ট। কারণ, সোনাক্ষীর এই ভিন্ন ধর্মের বিয়ের প্রতি নারাজ ছিলেন নায়িকার দুই ভাই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে স্বামী জাহিরকে ছাড়াই দোল উৎসবে মেতে উঠতে দেখা গেল সোনাক্ষীকে। সাদা পোশাকে গালে হাতে রং মাখা ছবি দিয়ে দোলের শুভেচ্ছা জানাতেই একের পর এক কৌতূহলী প্রশ্ন এসেছে সোনাক্ষীর দিকে। যদিও স্বামী জাহিরকে নিয়ে একসঙ্গেই থাকার কথা ছিল নায়িকার। কিন্তু এক বিশেষ কারণে প্রিয়জনের থেকে এদিন দূরেই ছিলেন সোনাক্ষী। কিন্তু নেটিজেনদের আপত্তিকর প্রশ্নের কারণে আর চুপ থাকতে পারেননি নায়িকা।

সোনাক্ষীর কথায়, ‘সকলে খুব খুশি থাকুন, দোল খেলুন। আর জাহির আমার সঙ্গে নেই, কারণ আমি ‘জটাধরা’ র শুটিং করছি। ও মুম্বাইয়ে রয়েছে। তাই আপনারা শান্ত হোন, নিজেদের মাথায় ঠান্ডা জল ঢালুন।’

প্রসঙ্গত, সোনাক্ষীর এই ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে সিনহা পরিবারের অন্দরে কম অশান্তি হয়নি। বোনের বিয়েতে অভিমান করে যাননি সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ। তাদের বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গ।