স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসুচী (ওএমএস) ডিলার নিয়োগ দেয়া হয়েছে। প্রশংসায় উপজেলা নির্বাহী অফিসার। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। তিনি প্রকাশ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় উপজেলাবাসির প্রশংসা অর্জন করেছেন। জানা গেছে, গত, মঙ্গলবার সকাল ১১ টায় বাঘা উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারি কার্যক্রম সম্পন্ন করে লটারিতে নির্বাচিত ডিলারদের নাম ঘোষনা করা হয় । স্বচ্ছ পদ্ধতিতে ডিলার নির্বাচিত হওয়ায় আবেদনকারীরা আনান্দ প্রকাশ করেছেন। সদ্য ডিলার নিয়োগ প্রাপ্ত একাধিক ব্যক্তি জানান, দলীয় প্রভাব খাটিয়ে বা সুপারিশের মাধ্যমে ডিলার নিয়োগ নেয়া হবে বলে আশংকায় ছিলাম। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এর সদিচ্ছা ও বিচক্ষণতার কারণে সব কিছু স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। এটা সত্যিই প্রশংসনীয়। উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘোব বাজার পয়েন্ট এর সদ্য নিয়োগ প্রাপ্ত ডিলার রফিকুল ইসলাম সুরুজ বলেন, উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস) ডিলার নিয়োগ প্রকাশের পরে অনেকেই তথ্য গোপন করে আবেদন করেছিলো কিন্তু শতভাগ সচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ডিলার নিয়োগ দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি । এই উদ্যোগকে উপজেলাবাসি দৃষ্টান্তমূলক বলে মনে করেন। অন্যান্য ক্ষেত্রেও প্রশাসন এমন স্বচ্ছতা বজায় রাখবেন বলে আশা করছেন তারা। উল্লেখ্য, বাঘা উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস) এর ডিলার নিয়োগে ১৪ জনকে নির্বাচন করা হয়েছে। ডিলার নিয়োগে সরেজমিন যাচাই বাছাই করে প্রতিবেদন দেন ডিলার নিয়োগ সংক্রান্ত কমিটি। নির্বাচিত ডিলাররা হলেন, বাজুবাঘা ইউনিয়নের বারোখাদিয়া বাজার পয়েন্টে রাজা হোসেন, জোতরাঘোব বাজার পয়েন্টে রফিকুল ইসলাম সুরুজ,আড়ানী ইউনিয়নে নজরুল ইসলাম ও মিজানুর রহমান, বাউসা ইউনিয়নে নাসির উদ্দীন ও মোয়াজ্জেম হোসেন, গড়গড়ী ইউনিয়নে আব্দুল মমিন রবি ও তরিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়নে মিজানুর রহমান ও মোল্লা খামারু,মনিগ্রাম ইউনিয়নে হেলাল উদ্দিন রিয়াল ও বেলাল উদ্দিন,পাকুড়িয়া ইউনিয়নে রাকিব হোসেন ও ইকবাল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় ছিল আমাদের লক্ষ্য। তাই উন্মুক্ত লটারি করে সবার সামনে ডিলার নির্বাচন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :