স্টাফ রিপোর্টার : ‘শিক্ষার উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সৃজনশীল নৃত্য নৈপুণ্যে মানুষের প্রধান আরাধ্য হলো সৃজিত সম্পদ। মেধাবীদের যোগ্য মূল্যায়নে দেশ আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে তরুণ। তরুণ মেধাবীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। তরুণ মেধাবীদের হাত ধরে বাংলাদেশ আরও এগিয়ে যাবে তাই ‘মেধা পাক তার যোগ্য প্রাপ্য’ এটাই প্রত্যাশা।’- এমনটাই বলেছেন লোকজ সংস্কৃতি চর্চাকারী সাংস্কৃতিক সংগঠন ‘ভঙ্গী নৃত্য শিল্পালয়’ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহনকারী বক্তারা।
সাংস্কৃতিক বৈষম্য দূরীকরণের মাধ্যমে শহর ও গ্রামের সাংস্কৃতিক চর্চায় সমতা আনার লক্ষ্যে বিশ্ব মেধাসম্পদ দিবস ও আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন উপলক্ষ্যে ‘সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় সৃষ্টিশীল মেধা ও প্রতিভার বিকাশ হোক সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ২৬ এপ্রিল ২০২৫ইং (১৩ বৈশাখ ১৪৩২বাং) সকালে রাজশাহীর তানোর পৌর শহরের উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘সুস্থ ধারার সংস্কৃতিক চর্চা করি, অপসংস্কৃতি মুক্ত সমাজ গড়ি’ এ প্রত্যয়ে বিগত ২০১৪ সাল থেকে এগিয়ে চলা রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের লোকজ সংস্কৃতি চর্চাকারী সাংস্কৃতিক সংগঠন ‘ভঙ্গী নৃত্য শিল্পালয়’। এতে সহযাত্রী হিসেবে অংশগ্রহণ করে উপজেলা শিল্পকলা একাডেমী (তানোর, রাজশাহী), স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ – ইয়্যাস।
আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স চত্বর প্রদক্ষিন করে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা’র সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু। সভাটি সঞ্চালনা করেন, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইসমত আরা মমি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফায়সাল চৌধুরী। পরিচালনা করেন, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক মো. রবিন শেখ। সভায় বিশ্ব মেধাসম্পদ দিবস ও আন্তর্জাতিক নৃত্য দিবস এর গুরুত্ব ও ইতিহাস সম্বলিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ভঙ্গী নৃত্য শিল্পালয় ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন। আলোচনায় অংশ নেন, তানোর উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মো. আইয়ুব আলী, সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মো. মনিরুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘প্রতিবছর ২৬ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ পালন করা হয়। মেধাই একটি দেশ ও জাতির ভিত্তি। জাতিসংঘের বিশ্ব মেধাসম্পদ সংস্থা ২০০০ সালে প্রথমবারের জন্য এই দিবসটি পালন করেছিল। বাংলাদেশেও এ দিবসটি পালিত হয়। এছাড়াও নৃত্যের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে প্রতি বছর ২৯ এপ্রিল সারা বিশ্বে আন্তর্জাতিক নৃত্য দিবস (ওহঃবৎহধঃরড়হধষ উধহপব উধু) পালন করা হয়। দিবসটি পালন করা হয় ২৯ এপ্রিল ক্ষণজন্মা নৃত্যশিল্পী জাঁ-জর্জ-নভেরার (১৭২৭-১৮১০) জন্মদিনকে স্বরণে রেখে। এটি নৃত্যের একটি বৈশ্বিক উদযাপন এবং নৃত্যের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে ও অংশগ্রহণে উৎসাহিত করার জন্য এই দিনটি পালন করা হয়।’
নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে। নৃত্যের আনন্দ বিনিময় ঘটে দর্শকদের মধ্যে, তার বোধ-উপলব্ধিকে সচেতন করার জন্য। আন্তর্জাতিক নৃত্য দিবসের মূল উদ্দেশ্য হলো নৃত্যের মাধ্যমে মানুষের মধ্যে সংযোগ স্থাপন করা, নৃত্যের প্রতি আগ্রহ বৃদ্ধি করা, এবং নৃত্যের শিক্ষা ও চর্চাকে উৎসাহিত করা বলেও উল্লেখ করেন আলোচনায় অংশ নেয়া বক্তারা।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘ও আলোর পথযাত্রী’ সঙ্গীতে মনোমুগ্ধকর সৃজনশীল নৃত্য পরিবেশন করেন ভঙ্গী নৃত্য শিল্পালয়ের নৃত্যশিল্পী ইসমত আরা মমি, ফায়সাল চৌধুরী ও রবিন শেখ। নৃত্যটি কোরিওগ্রাফি করেন, নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার রবিন শেখ। এছাড়াও ‘ও প্রিয়তমা’ এবং ‘ফাগুনেরও মোহনায়’ গানের তালে নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
নৃত্য পরিবেশনা শেষে তানোর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা দলীয়ভাবে ‘তীর হারা ওই ঢেউের সাগর-পাড়ি দেব রে’ সঙ্গীত সহ কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন। রাসেদুল হাসানের তবলা, আইয়ুব আলীর হারমোনিয়াম এবং মাসুমের জিপসির তালে তালে সঙ্গীত পরিবেশন করেন, কণ্ঠশিল্পী মরিয়ম আক্তার তমালিকা, সৌমিতা রজক দিয়া, চঞ্চল কর্মকার, সজিব ও বিশ্বজিৎ।#
আপনার মতামত লিখুন :