ডোমারের চিলাহাটির অদূরে মৃত অজ্ঞাত ব্যক্তির অবশেষে পরিচয় সনাক্ত


editor প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ /
ডোমারের চিলাহাটির অদূরে মৃত অজ্ঞাত ব্যক্তির অবশেষে পরিচয় সনাক্ত

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনের অদূরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ পাওয়া গেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এলাকাবাসী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কিন্তু স্থানটি রেলের জিআরপি পুলিশের সীমানায়, না চিলাহাটি থানার তদন্ত এলাকার মধ্যে পড়ে—তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।

পরে নিশ্চিত হওয়া যায় যে, এটি চিলাহাটি তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকা। এরপর সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর মধ্যে খবর দেওয়া হয় রংপুর বিভাগীয় পুলিশের সিআইডি অফিসে। সেখান থেকে একটি টিম এসে মৃত ব্যক্তির আঙুলের ছাপ নিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।

আঙুলের ছাপ নিয়ে শনাক্ত করণের সময় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি নওগাঁ জেলার চাঁদপুরের মানিকপুর গ্রামের জামশেদ মন্ডলের পুত্র জাহাঙ্গীর আলম।