মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে র্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশীমদ সহ দুজন মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে শহরের নতুন বাবু পাড়ায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুজন মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল ও বিদেশী মদ সহ আটক করেছে ব্যাপীট অ্যাকশন ব্যাটালিয়ান ব্যাটেলিয়ন (র্যাপ)-১৩ এর অভিযানিক টিম। আটকৃতরা হলেন সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী আঁখি বেগম (৩৫)।
গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে র্যাব ক্রাইম ডিভিশন কোম্পানি (সিপিসি-২) একটি অভিযানিক দল সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৭২ বোতল ফেনসিডিল ও তিন বোতল মদ সহ তাদেরকে গ্রেফতার করে।
র্যাপ-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করে নীলফামারী থানায় মাদক ব্যবসায়ী দুইজনকে হস্তান্তর করা হয়েছে। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন,আসামিদ্বয়কে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :