স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদে সড়ক নিরাপদ রাখার জন্য সারাদেশের নির্বাহী প্রকৌশলীর এগিয়ে আশার তাগিদ দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মাইনুল হাসান।
শনিবার (১৫ মার্চ )দুপুরে রাজশাহীর সড়ক ও জনপথ অধিদপ্তরের সভাকক্ষে এই তাগিদ দেন তিনি। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ও পরিবীক্ষণ কার্যক্রম ২০২৪-২৫ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএসএম ইলিয়াস শাহ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুকসহ সারাদেশে থেকে আগত নির্বাহী প্রকৌশলীরা।
প্রধান প্রকৌশলী বলেন, সড়ক ও জনপদের রাস্তায় অন্য দপ্তরের স্থাপনা না করার অনুরোধ করছি। অফিস কর্মকর্তা-কর্মচারীরা কারো সাথে বিবাদে জড়াবেন না।
তিনি বলেন, নওগাঁ জেলার সাপাহার উপজেলায় সড়কের উপর বাজার না বসানোর বিষয়টি নিশ্চিত করার জন্য নির্বাহী প্রকৌশলীকে সজাগ থাকতে নির্দেশ দিচ্ছি। একই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা নির্দেশ দেন।
তিনি বলেন, রাজশাহীর পাম্পগুলো ২০১৫ সাল থেকে কোন কর পরিশোধ করে না। তাই পেট্রোল পাম্পগুলোর বকেয়া আদায় করার জন্য তিনি তাগিদ দেন। অফিস পরিচালনার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
জলাশয়, সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা সঠিক ব্যবস্থাপনা আনার জন্যেও প্রকৌশলীদের নির্দেশনা দেন
আপনার মতামত লিখুন :