অনলাইন ডেস্ক : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পালপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে প্রতিবেশী এক চাচার বিরুদ্ধে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী চাচা রানু মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিশুটির মা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
শিশুটির পিতা জানান, অভিযুক্ত রানু মিয়া আমার প্রতিবেশী। সে পেশায় রাজ মিস্ত্রি কাজ করে। ইতোপূর্বে সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি সকালে আমার পাঁচ বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রলোভন দেখিয়ে খেলার ছলে তাকে রান্না ঘরে নিয়ে অপকর্মের চেষ্টা করে। বিষয়টি আমরা জানার পরও লজ্জা শরমের ভয়ে চুপ ছিলাম। কিন্তু ইতোমধ্যে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে গেলে রানু মিয়াসহ তার লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঘটনাটি যাতে কাউকে না জানানো হয় সে জন্য আমাদেরকে হুমকি দিতে থাকে। অব্যাহত হুমকির কারণে একটু দেরি হলেও আমরা থানার আশ্রয় নিতে বাধ্য হয়েছি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল বারিক জানান, শিশুটির মা এবং বাবা এসে ধর্ষণের চেষ্টার ঘটনাটি বলার পর থানায় মামলা নেওয়া হয়। অভিযুক্ত রানু মিয়াকে আটক করা হয়েছে।-ইত্তেফাক
আপনার মতামত লিখুন :