সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর উন্নয়ন, গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ ডিসেম্বর (রবিবার) নগরীর শিরোইল এ অবস্থিত ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ এ এই সভা অনুষ্ঠিত হয়। ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের পরিচালনায় সভায় সংগঠনটির বিগত দিনের কার্যক্রমের মূল্যায়ন ও আগামী দিনের করনীয় সম্পর্কিত আলোচনা এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এর বিষয় আলোচিত হয়।
আলোচনায় অংশ নেন ইয়্যাসের উপদেষ্টা নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ইনোভেটিভ ইডুকেশন সোসাইটি (বাইয়াস) এর সভাপতি ও আইনজীবী মো. জয়নাল আবেদীন সবুর, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক ও ইয়্যাসের সদস্য রবিন শেখ, ইয়্যাসের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার রজন, সাধারণ সদস্য জনি প্রামাণিক, সাদিয়া আফরোজ সাকি, ফারহানা নাজনিন মুন্নি, ইয়্যাসের সাবেক কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক বাপ্পি ওবায়দুল্লাহ, সংস্কৃতি কর্মী সবনাজ মোস্তারী স্মৃতিসহ প্রমুখ।
সভায় সংগঠণটিকে আরো শক্তিশালী এবং আরো বেশী প্রতিবাদী, বৈচিত্র্যপূর্ণ, মানবিক, সাম্য ও ন্যয়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস “তারুণ্যের জয় হবে নিশ্চয়ই” এ প্রত্যয়ে বিগত ২০১৫ সাল থেকে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে পরিবেশ-প্রতিবেশ, প্রাণ-প্রকৃতি, প্রাণবৈচিত্র্য, জীববৈচিত্র্য সুরক্ষা, মানুষসহ সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতকরণ, নিরাপদ সড়ক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মৌলিক ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন, সকল প্রাণের জন্য নিরাপদ, বাসযোগ্য, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, অভিঘাতসহনশীল, শ্রদ্ধাশীল, বৈচিত্র্যপূর্ণ, মানবিক সমাজ বিনির্মাণ এবং নদ-নদী, পুুকুর-জলাশয়-জলাধার-জলাভূমি সুরক্ষাসহ সমসাময়িক নানা ইস্যুতে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :