আগামীকাল শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি


editor প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ /
আগামীকাল শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি

সংবাদ বিজ্ঞপ্তি : দেশের অর্থনৈতিক অবস্থার বিস্তারিত চিত্র তুলে আনতে আগামীকাল (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি-২০২৪। ২৬ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী এ শুমারিতে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ শুমারির কার্যক্রম পরিচালনা করছে।

রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের শুমারিতে এ বিভাগের ৮ জেলার মোট ৮ লক্ষ ৮৭ হাজার ৮৯১ টি স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং ৯ লক্ষ ৭৩ হাজার ৪৩৫টি অর্থনৈতিক খানার (পরিবার) তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ করবে ১১ হাজার ৯৭৩ জন তথ্য সংগ্রহকারী যাদেরকে তত্ত্বাবধান করবে ২ হাজার ২৭৩ জন সুপারভাইজার ও ৩১২ জন আইটি সুপারভাইজার।

অর্থনৈতিক শুমারিতে তথ্য প্রদানের মাধ্যমে এ কার্যক্রম সাফল্যমণ্ডিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী পরিসংখ্যান দপ্তর।

উল্লেখ্য যে বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। ২০০১ সালে দ্বিতীয় এবং ২০১৩ সালে তৃতীয় শুমারি অনুষ্ঠিত হয়েছিল।