স্টাফ রিপোর্টার: ডিপ্লোমা প্রকৌশলীদের মতো দশম গ্রেডের দাবিতে রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরত করেছেন বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা সার্ভেয়াররা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন ডিপ্লোমা সার্ভেয়াররা। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ঘোষণা দেন দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর থেকে আরও কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন।
আপনার মতামত লিখুন :