তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মশালা


editor প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ /
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মশালা

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন কর্মসূচির আওতায় সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই/২০২৪ ইং) বেলা বারো’টায় ইউমেন’স ভয়েস এ্যান্ড লিডারশিপ প্রকল্পের অধীন রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে ভবানীগঞ্জ বঙ্গবন্ধু কমপ্লেক্সে এক কর্মশালার আয়োজন করা হয়।
রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মিস মোহনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা শরিফ সুমন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সংস্থার সদস্য, মৌসুমি আক্তার, রায়হানুল হক সহ অন্যরা।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, আবু বাক্কার সুজন, হেলাল উদ্দীন, নুর কুতুবুল আলম, প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক, মমিনুল হক সবুজ, নাজিম হাসান, জিল্লুর রহমান দুখু, আনোয়ার হোসেন বাবু, ফারুক হোসেন, আবদুল মতিন, রতন কুমার, মিজানুর রহমান, শিমুল খান সজিব। তৃতীয় লিঙ্গের ভবানীগঞ্জের গুরুমা মোহনা সহ অন্যরা।
তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা তাঁদের ন্যায্য দাবী-দাওয়া তুলে ধরতে সংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের সভাপতি মিস মোহনা তৃতীয় লিঙ্গের সদস্যদের বাসস্থান, খাদ্য,চিকিৎসা সহ উপজেলা পরিষদের বাজেটে তাঁদের জন্য বরাদ্দ রাখার দাবী রাখেন। সভায় বাগমারায় কর্মরত সাংবাদিক ও অংশীজনরা উপস্থিত ছিলেন।