স্টাফ রিপোর্টার : বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ যুব মহিলা লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু সহ বাংলাদেশ যুব মহিলা লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত সকল থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
আপনার মতামত লিখুন :