দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া


editor প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৪, ১১:২০ অপরাহ্ণ /
দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

অনলাইন ডেস্ক: যে দাবাকে ধ্যান-জ্ঞান করেছিলেন, সেই দাবা খেলতে খেলতেই হার্ট অ্যাটাকে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। শুক্রবার পল্টনের দাবা ফেদারেশনে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হয়েছিলেন জিয়া। বিকাল তিনটায় শুরু হওয়া ম্যাচটি চলাকালে সন্ধ্যা প্রায় পৌনে ছয়টার দিকে হঠাৎ করে লুটিয়ে পড়েন তিনি। পরে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত ঘোষণা করেন।
মাথা ঘুরে পড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে অচেতন জিয়াকে হাসপাতালে নিয়ে যান খেলোয়াড়-কর্মকর্তারা। সেখানে দ্রুতই তার চিকিৎসা শুরু হয়। কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টার পরও চিকিৎসকরা তার পালস খুঁজে পাননি। এই গ্র্যান্ডমাস্টারের মৃত্যুসনদে লেখা হয়েছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রধান আরবিট্রেটর হারুন উর রশিদ বলেছেন, ‘আমরা তাকে সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা হার্টবিট খুঁজে পাননি। এরপর তারা ঘোষণা করেন যে, তিনি মারা গেছেন।’
১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়া ২০০২ সালে বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হওয়ার খেতাব অর্জন করেন। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এই প্রতিযোগিতায় রেকর্ড ১৪বার শিরোপা জেতার রেকর্ড তার দখলে।