রাবি প্রতিনিধি: সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে তৃতীয় দিনের মত সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার পৃথক অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
অবস্থান কর্মসূচিতে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক বলেন, মঙ্গলবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী চাকরিরত আছেন, তারা পূর্বের ন্যায় সব পেনশন সুবিধা প্রাপ্য হবেন।
নতুন পদ্ধতি অনুসারে কেবল ১ জুলাই ২০২৪ বা তৎপরবর্তীতে যে সব পাবলিক বিশ্ববিদ্যালয় বা কর্মচারীরা নিয়োগ পাবেন তারাই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের অন্তর্ভুক্ত হবেন। অর্থ মন্ত্রণালয়ের এই ব্যাখ্যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কারণ এখানে স্ববিরোধী কথাবার্তা আছে। আমার মনে হয়, বিবৃতি দেওয়ার আগে ওনারা একটু চিন্তাভাবনাও করেননি।
তিনি আরো বলেন, আমি বিভিন্ন চ্যানেলের টকশোগুলো দেখেছি। সেখানে একজনকেও বলতে দেখলাম না যে, এই প্রত্যয় স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ভালো হবে।
সবাই বলছে, ‘সারাবিশ্বেই শিক্ষকরা একটা নির্দিষ্ট মর্যদা পেয়ে থাকেন, শুধু বাংলাদেশই এর ব্যতিক্রম।’ যেদেশে উচ্চশিক্ষাকে দমিয়ে রাখার জন্য আইন করা হয়, সেদেশে কিভাবে উন্নয়ন হবে, আমি বুঝতে পারি না।
অবস্থান কর্মসূচিতে রাবি শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতেও শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :