স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগর ভবন সিটি হল সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় বক্তব্য দেন প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ।
মতবিনিময় সভায় রাসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দীনসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :