স্টাফ রিপোর্টার: র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল শনিবার সকাল ৯ টায় রাজশাহীর দূর্গাপুর থানার মঙ্গলপুর হতে ৬ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার আসামীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী বাগমারা থানার পানিয়ার মানিক মোল্লার ছেলে নাইম হোসেন (২০)।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল ২০২৪ দুপুর ২ টায় ছয় বছরের কন্যাশিশু বাড়ির পাশে মোল্লাপাড়া জামে মসজিদের পার্শ্বে খেলা করছিল। তখন একই গ্রামের নাইম হোসেন (২০) তাকে চিপস্ খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে রাজশাহী জেলার বাগমারা থানার পানিয়া গ্রামস্থ ধৃত আসামির নিজ বসত বাড়ির ভিতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের দাদা নামাজ পড়ে আসামির বাড়ীর সামনে দিয়ে আসার পথে ভিকটিমের ডাক-চিৎকার শুনতে পায়। তখন আসামীর বাড়ির সামনে দরজার কাছে গিয়ে দেখে আসামী ভিকটিমকে জড়িয়ে ধরে টানা-হেচড়া করছে। তখন আসামী ভিকটিমের দাদাকে দেখে দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
পরবর্তীতে ভিকটিম এর দাদা বাদি হয়ে বাগমারা থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। শনিবার মঙ্গলপুর নামক এলাকা হতে উক্ত ধর্ষণচেষ্টার এজারনামীয় একমাত্র আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :