সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রয়োজনীয় জরুরী জনবল ও মেডিকেল যন্ত্রপাতির চাহিদাপত্র স্বাস্থ্যমন্ত্রীকে প্রদানের জন্য রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ.এম শামীম আহাম্মদ। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাসিক মেয়র।
আপনার মতামত লিখুন :