নগরীতে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন


editor প্রকাশের সময় : জুন ২০, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ /
নগরীতে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ঢাকার বংশাল থানাস্থ মিরনজিল্লা হরিজন সিটি কলোনী ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন কর্তৃক ১৬০টি হরিজন পরিবারের বসত বাড়ি উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী নগরীতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, রাজশাহী জেলার সভাপতি রঘুনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রাজকুমার সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার দাস, সাবেক সভাপতি শরৎ চন্দ্র সরকার, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, কিরন চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদক দীপিকা রায় দিনা, মহানগর হরিজন ঐক্য পরিষদের সভাপতি হরিলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনি কুমার, জেলা হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সহ-সভাপতি প্রকাশ কুমার ছোটন, সাংগঠনিক সম্পাদক মিথুন সরকার, নগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র ধর প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঢাকার বংশাল থানাস্থ মিরনজিল্লা হরিজন সিটি কলোনী ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন কর্তৃক ১৬০টি উচ্ছেদকৃত হরিজন পরিবারের বসত বাড়ি পুনরায় নির্মাণের জোর দাবী জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্থদের যথাযোগ্য ক্ষতিপুরণ দাবী করছি। ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোন প্রকারের নির্যাতন যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।