নগরীতে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার


editor প্রকাশের সময় : জুন ১৬, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ণ /
নগরীতে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মতিহার থানার চর সাতবাড়িয়া মিজানের মোড় পদ্মা নদীর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। আজ রোববার সকাল ৭টার দিকে রাজশাহী র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

তবে মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিখতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি জানতে পারে, রাজশাহী নগরীর চর সাতবাড়িয়া নদীর পাড়ে ১টি বস্তা পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে উপস্থিত হিয়ে ওই বস্তা উদ্ধার করে। পরে বস্তা তলøৈাশী চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

এব্যাপারে র‌্যাব নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেছে।