মোহনপুরের নন্দন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ


editor প্রকাশের সময় : জুন ১২, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ /
মোহনপুরের নন্দন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি: গতকাল বুধবার “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার” প্রকল্পের আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের অন্তর্গত নন্দন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে জেলা তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে উপজেলা শিক্ষা অফিসার, মোহনপুর মোছাঃ রশিদা ইয়াসমিন এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন প্রধান অতিথি এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি সিকান্দার আলী ও অত্র স্কুলে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন।
বক্তাগণ পেনশন স্কীম, স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া মাদক, গুজব, বাল্যবিবাহের কুফল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার, নারী শিক্ষার গুরুত্ব, ডেঙ্গু প্রতিরোধ, চলমান তাপপ্রবাহ প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মহিলা সমাবেশের শুরুতে পেনশন স্ক্রিম, মাদক, বাল্যবিবাহ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।