কাটাখালীতে ডাকাতির প্রস্তুতিকালে মূলহোতাসহ ৯ জন গ্রেফতার


editor প্রকাশের সময় : জুন ৯, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ /
কাটাখালীতে ডাকাতির প্রস্তুতিকালে মূলহোতাসহ ৯ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ‘জনি গ্যাঁং’ এর মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। শনিবার ৮ জুন রাত সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া নামক এলাকায় তাদের গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) ।
গ্রেফতারকৃতরা হলো – ডাকাত দলের মূলহোতা কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জিয়ারুল ইসলামের ছেলে জনি ইসলাম (২৩), ফজলু হকের ছেলে কুরমান আরী (২২), শ্যামপুর ঠান্ডারপাড়া এলাকার বাবলু শেখের ছেলে মাসুম আলী (২৭), শ্যামপুর আবহাওয়াপাড়া এলাকার আলামিন শেখের ছেলে সাগর (২০), শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে টিপু সুলতান (২০), তোফাজ্জল ইসলামের ছেলে নুরমান ইসলাম (২০), নান্নু শেখের ছেলে সুজন আলী (৩০), আব্দুল খালেকের ছেলে আব্দুল মান্নান খাঁ (২০) ও আবু হানিফ (১৯)। তাদের কাছ থেকে টিপ চাকু ৩ টি, চাকু ১ টি, মোবাইল-১১ টি, সীম কার্ড ১৫ টি, মোটরসাইকেল ১টি উদ্ধার করা হয়।
র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত ১নং আসামী জনি এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার নামে ইতিপূর্বে আরো ১০ টি অস্ত্র, মাদক, মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে। তার নেতৃত্বে অপরাপর সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমিদখল এবং কোন ব্যক্তি জমি ক্রয়, বাড়ী নির্মাণসহ যে কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান খুললে তাদেরকে চাঁদা না দিয়ে কোন কাজ করতে পারত না। এছাড়াও মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছিলো। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে আসছে। সংঘবদ্ধভাবে মেয়েদের উত্যক্ত করা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের অপরাধের পরিধি বাড়তে বাড়তে শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের গোয়েন্দা দল গোপন তথ্যের ভিত্তিতে উক্ত আসামীগণ কর্তৃক ডাকাতির প্রস্তুতির বিষয়টি জানতে পেরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া নামক এলাকা হতে ধারালো টিপ চাকুসহ ৯ জনকে গ্রেফতার করে। উল্লিখিত ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করিলে তারা ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বাক্ষীদের সম্মুখে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একই ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধভাবে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, জমিদখল, ছিনতাই, সংঘবদ্ধভাবে মেয়েদের উত্যক্ত করা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা রুজু করা হয়েছে।