লালমনিরহাটে বিষপানে মা-মেয়ের মৃত্যু


editor প্রকাশের সময় : জুন ২, ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ণ /
লালমনিরহাটে বিষপানে মা-মেয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় বিষপানে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকার আকবর আলীর স্ত্রী রোজিনা বেগম (৪৫) ও তার ৪ মাসের মেয়ে জান্নাতুল ফেরদৌসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোজিনা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন। এজন্য মানসিক রোগের চিকিৎসাও করছিলেন তার পরিবার। শনিবার সকালে বাড়িতে রাখা ফসলি জমির কীটনাশক নিজে পান করেন ও তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌসীকে পান করান। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে মা-মেয়ে দুজনেই মারা যান।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মা ও মেয়ের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।