অনলাইন ডেস্ক : সাধারণ শ্রমজীবী মানুষের ব্যানারে রিকশা শ্রমিকরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন।
শুক্রবার (২৪ মে) বিকালে রাজধানীর আরামবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হয়ে কাকরাইলের দিকে যেতে চাইলে পুলিশের বাধা পেয়ে সেখানে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শতাধিক রিকশা চালক অংশ নেন।
এসময় রিকশা শ্রমিকরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমরা শ্রমজীবী মানুষরা না খেয়ে কষ্টে জীবনযাপন করছি।
তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের সরকারকে উদ্যোগ গ্রহণের দাবি জানান।
রিকশা চালকরা বলেন, আমরা রাজনীতি বুঝি না। আমরা দুবেলা ডাল-ভাত খেয়ে বাচতে চাই। সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমাদের বেঁচে থাকার অধিকার কেঁড়ে নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :