রাজশাহীতে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১


editor প্রকাশের সময় : মে ২১, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ /
রাজশাহীতে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১মে ২০২৪) সকাল আনুমানিক ৬.০০টার দিকে রাজশাহী নগরীর ২৮নং ওয়ার্ডের ধরমপুর জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় , সকাল আনুমানিক ছয়টার দিকে মোঃ আলম (৩২) বাসার ময়লা ফেলার জন্য জঙ্গলে যায়। সেখানে বৈদ্যতিক তারে তার পা স্পর্শ লেগে থাকতে দেখে। পরে স্থানীয়রা দেখে থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয় এবং মরদেহ নিয়ে যায়। এই বিষয়ে নিহত’র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আলম (৩২) এর পিতা মোঃ আবদুল জলিল ও একই এলাকার প্রতিবেশির কাছে আরও জানতে চাইলে তিনি বলেন, আলম খুব ভালো মানুষ তাছাড়া তার সাথে এলাকার কোনো মানুষের সাথে জ্বোর-ঝামেলা নেই। সে প্রতিদিনের ন্যায় সকালে বাসার ময়লা ফেলতে গিয়ে থাকে। তাছাড়া নিহত আলম এর বিরুদ্ধে এলাকার মানুষদের কোনো প্রকার অভিযোগও নেই বলে সরজমিনে গিয়ে জানা গেছে।

এই বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “ধরমপুর জাহাজঘাট এলাকায় আলম (৩২) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)’এ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মারা যাওয়ার প্রকৃত কারণ যানা যাবে “।