ভারতের হয়ে বিশ্বকাপ ট্রফি ছুঁতে চান রিংকু


editor প্রকাশের সময় : মে ২১, ২০২৪, ১১:৩১ অপরাহ্ণ /
ভারতের হয়ে বিশ্বকাপ ট্রফি ছুঁতে চান রিংকু

অনলাইন ডেস্ক : ভারতের হয়ে যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন রিংকু সিং। ধারাবাহিক হওয়ায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তার জায়গা অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত ১৫ জনের দলে রাখা হয়নি এই হার্ড হিটার ব্যাটারকে।

গত ৩০ এপ্রিল ভারতের বিশ্বকাপের দল ঘোষণা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে মূল স্কোয়াডে রাখা হয়নি রিংকুকে। তবে আসছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। দল ঘোষণার সপ্তাহ তিনেক পর বিশ্বকাপ নিয়ে কথা বললেন রিংকু।

আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে রিংকু বলেন, ‘আমি জুনিয়র পর্যায়ে কিছু ট্রফি জিতেছি। কিন্তু সিনিয়র পর্যায়ে জিততে পারিনি। আমি বিশ্বকাপ জিততে চাই। আশা করছি আমরা জিতব। আমার স্বপ্ন, দেশের হয়ে বিশ্বকাপ জিতে ট্রফি হাতে নেওয়া।’

ভাগ্যের জন্যই কি বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না রিংকু? তার সময়টা কি খারাপ যাচ্ছে? তেমনটা অবশ্য মনে করেন না এই হার্ড হিটার ব্যাটার। তিনি বলেন, ‘যাদের হাত-পা নেই তাদের সময় খারাপ যায়। আমার তো আছে। তা হলে সময় খারাপ কেন হবে?’

ভারতের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিংকু। ১১টি ইনিংসে ৩৫৬ রান করেছেন তিনি। ৮৯ গড় ও ১৭৬.২৪ স্ট্রাইক রেট।