[ad_1]
জুয়েল রানা ; ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে শহরের পিটিআই এলাকা থেকে জামালপুর পেইন্টার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ। পরে জিলা স্কুল মাঠে জামালপুর পেইন্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর নবীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর পেইন্টার শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্ঠা জাহাঙ্গীর আলম, উপদেষ্ঠা আবু হান্নান,মহসিন আলী, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, মো: রতন মিয়া প্রমুখ। এছাড়াও জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা, ,ট্রাক শ্রমিক, অটোরিক্সা শ্রমিক, লেদ ও ওয়েল্ডিং শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের ব্যানারে শ্রমিকরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মতামত লিখুন :