স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সহ-সভাপতি আলী এহসান তুহিনের সেজো ভাই স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক মো. সামাদ খান।
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, উপশহর নিবাসী মরহুম এরশাদ আলীর তিন নাম্বার সন্তান মরহুম স্বপন। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে মরহুম স্বপন ৬ নাম্বার। ভাইদের মধ্যে ৩ নাম্বার। ৬৭ বছর বয়সী স্বপন দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
শুক্রবার ০৩ মে রাজশাহী মহানগরীর উপশহর ১ নং সেক্টরের ৪৬৬ বি নাম্বারের নিজ বাড়ীতে সকাল ৮টার দিকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বাদ জুম্মা উপশহর মডেল মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হেতমখাঁ গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সন্তান, ভাই-বোন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :