অনলাইন ডেস্ক : চীন মঙ্গলবার গুয়াংডংয়ের বেশ কিছু এলাকার জন্য সর্বোচ্চ স্তরের (লাল) বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে দক্ষিণাঞ্চলীয় এ প্রদেশে মুষলধারে বৃষ্টিপাতের কারণে জনজীবন ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নগরীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলেছে, ‘ভারী থেকে খুব ভারী বর্ষণের’ তালিকাভূক্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম ছিল শেনজেন মেগাসিটি। সেখানে আকস্মিক বন্যার ঝুঁকি অনেক বেশি বলে তারা জানিয়েছে।
আপনার মতামত লিখুন :