স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. শাহিনুল আলম বলেছেন, স্বল্প স্বাস্থ্য কর্মী ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বাংলাদেশের স্বাস্থ্যখাতের অর্জন ভাল। চিকিৎসা শিক্ষায় গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, গবেষণার মাধ্যমে অর্জিত ফলাফল চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হলে ভবিষ্যতে চিকিৎসা ব্যয় কমানো সহ দেশের চিকিৎসা ব্যবস্থার আরো বেশি উন্নয়ন করা সম্ভব হবে। মঙ্গলবার দুপুরে রামেকের কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত ‘এসেনসিয়ালস অব সোরিয়াসিস এন্ড বিওন্ড’ বিষয়ক এক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিকিৎসকরা চিকিৎসা বিজ্ঞানের দার্শনিক উল্লেখ করে প্রফেসর ডা. মো. শাহিনুল আলম বলেন, চিকিৎসা শিক্ষা ও গবেষণা এবং স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকদের আরো বেশি আন্তরিক হতে হবে। তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের আত্মত্যাগের বাংলাদেশে জনগণের চাহিদা পূরণ করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যার যে দায়িত্ব, তা যথাযথভাবে পালন করার আহবান জানান তিনি।
রামেবি’র উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সায়েন্টিফিক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ প্রফেসর ডা. খন্দকার ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদ, রামেকের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. জহিরুল হক। সেমিনারে স্বাগত বক্তব্যে রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. আব্দুস সালাম, রামেবি আয়োজিত এই সায়েন্টিফিক সেমিনারে ঢাকা থেকে আগত প্রথিতযশা চিকিৎসকদের স্বাগত জানান এবং রামেবির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। সেমিনারে সোরিয়াসিসের কারণ ও পরিনতি সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থান করেন, সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলের কাউন্সিলর প্রফেসর ডা. মো. সামিউল হক। সোরিয়াসিসের ব্যবস্থাপনা সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ’র চর্ম ও যৌন রোগ বিভাগের সভাপতি ও রামেবি’র একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ডা. মুহাম্মদ মুনির রশিদ। সোরিয়াটিক আর্থ্রাইটিস সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন রামেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডা. আজিজুল হক আজাদ। সোরাসিয়াস অ্যাওয়ানেস ক্লাবের পরিচিতি উপস্থান করেন বিএসএমএমইউ’র চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক ও সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হেনা চৌধুরী। সেমিনারে অংশগ্রহণকারী চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সহসভাপতি প্রফেসর রাশেদ মোহাম্মদ খান।
সমাপনি বক্তব্যে রামেবি উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক বলেন, দেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার মানোন্নয়নের ক্ষেত্রে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রামেবি’র অধীনে অতি দ্রুত পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চালুর জন্য তিনি নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, এই লক্ষ্যে ইতোমধ্যে রামেবি’র নিজস্ব ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়েছে। নিজস্ব ক্যাম্পাস নির্মাণ শেষ হলে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স ও গবেষণা কার্যক্রম চালু সহ ১২শ’ বেডের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হবে। সেমিনারের আলোচিত সোরিয়াসিস সম্পর্কে তিনি বলেন, সোরিয়াসিস থাকলে জীবনধারায় কিছু পরিবর্তন আনা জরুরি। ধূমপান একেবারেই বর্জন করতে হবে। সচেতনতা এবং লাইফস্টাইল পরিবর্তন সোরিয়াসিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক জানান।
আপনার মতামত লিখুন :