ইয়্যাসের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন: সভাপতি শামীউল, সম্পাদক আতিক


editor প্রকাশের সময় : জানুয়ারি ১০, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ /
ইয়্যাসের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন: সভাপতি শামীউল, সম্পাদক আতিক

সংবাদ বিজ্ঞপ্তি : শামীউল আলীম শাওন কে সভাপতি ও আতিকুর রহমান আতিককে সাধারণ সম্পাদক করে রাজশাহীর উন্নয়ন, গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আজ ১০ জানুয়ারী (শুক্রবার) নগরীর শিরোইল এ অবস্থিত ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ এ এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের পরিচালনায় সভায় তারুন্যের পরিবেশ ভাবনা শীর্ষক মুক্ত আলোচনা এবং ২৩ সদস্য বিশিষ্ট্য দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।

সভায় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি পদে ফাতেমা আলী মেঘলা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোলাইমান হোসেন রকি, কোষাধ্যক্ষ পদে মো. আবুল বাশার রজন, সাংগঠনিক সম্পাদক পদে সাদিয়া আফরোজ সাকি, তথ্য ও গবেষণা সম্পাদক পদে সবনাজ মোস্তারী স্মৃতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মতিউর রহমান মর্তুজা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পদে নূর মুক্তা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মো. রবিন শেখ, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক পদে মো. জনি প্রামানিক, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক পদে তানজিলা আক্তার মিমি, স্থানীয় ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদে মো. রাকিবুল হাসান, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্পাদক পদে মো. এনামুল হক, আইন ও সালিশ বিষয়ক সম্পাদক পদে বাপ্পি ওবায়দুল্লাহ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে আবু সালেহ মো. জিম, স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক সম্পাদক পদে ফারহানা নাজনীন মুন্নি, দপ্তর সম্পাদক পদে ফয়সাল আহম্মেদ রকি, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মেঘলা আক্তার (মিম), আব্দুর রহমান, নয়ন সরকার, ফায়সাল আহম্মেদ ও লিমন সরকারকে দায়িত্ব প্রদান করা হয়।

নবগঠিত কমিটির সকল সদস্য সংগঠণটিকে আরো শক্তিশালী এবং আরো বেশী প্রতিবাদী, বৈচিত্র্যপূর্ণ, মানবিক, সাম্য ও ন্যয়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভাইব্রেন্ট ভিাশওনারিজ নেটওয়ার্ক এর উপদেষ্টা হাসিবুল হাসনাত রিজভি ও সভাপতি সিফাত শাহরিয়ার কিয়াম, স্বচ্ছলতা এসোসিয়েশন এর শিক্ষা সম্পাদক ফারিহা ফৌজিয়া এবং সদস্য এস এম জুনাইদ, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সদস্য মো. আরিফুল ইসলাম আরিফ, সোহান ইসলাম, রিদয় হাসানসহ প্রমুখ।

প্রসঙ্গত, রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস “তারুণ্যের জয় হবে নিশ্চয়ই” এ প্রত্যয়ে বিগত ২০১৫ সাল থেকে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে পরিবেশ-প্রতিবেশ, প্রাণ-প্রকৃতি, প্রাণবৈচিত্র্য, জীববৈচিত্র্য সুরক্ষা, মানুষসহ সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতকরণ, নিরাপদ সড়ক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মৌলিক ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন, সকল প্রাণের জন্য নিরাপদ, বাসযোগ্য, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, অভিঘাতসহনশীল, শ্রদ্ধাশীল, বৈচিত্র্যপূর্ণ, মানবিক সমাজ বিনির্মাণ এবং নদ-নদী, পুুকুর-জলাশয়-জলাধার-জলাভূমি সুরক্ষাসহ সমসাময়িক নানা ইস্যুতে কাজ করে যাচ্ছে।