নিখোঁজ রাকিব হাসানের সন্ধান চায় তার পরিবার


editor প্রকাশের সময় : জুন ১৪, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ /
নিখোঁজ রাকিব হাসানের সন্ধান চায় তার পরিবার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড়, , থানা: রাজপাড়া, ৬নং ওয়ার্ডের বাসিন্দা, মো: রাকিব হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাকিবের পিতা: মো: ইসমাইল হোসেন, মাতা: মোসা: লাকি বেগম।

তিনি গত ১২/০৫/২০২৪ ইং তারিখ (রবিবার) সকাল ৯:৩০ মিনিটে নিজ বাড়ি থেকে সাহেব বাজার যাওয়ার কথা বলে বের হয়ে যায়। তারপর থেকে এখন পর্যন্ত বাসায় ফিরেনি। বাসা থেকে যাবার সময় তার পরনে ছিলো আাকাশি রংএর টিশার্ট ও হালকা কালো রংএর ট্রাউজার। পরে পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনের কাছে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যাইনি ।

সন্ধান না পাওয়ায় তার পরিবার স্ত্রী, সন্তান, আত্মীয়- স্বজন মানসিকভাবে ভেঙে পড়ে। কেউ যদি রাকিব হাসানের সন্ধান পান বা দেখে থাকেন তাহলে তার পরিবার বা নিচে দেওয়া মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগঃ- নুরুজ্জামান টুকু ৬ নং ওয়ার্ড কাউন্সিলর :০১৭১৭-৫১৫০৭০, এসআই আবুল হাসান ০১৭৩৮-৪১৪৩২৮ রাজপাড়া থানা। পরিবার : ০১৩১২০২৬০৮৫ (বাসা)।