নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


editor প্রকাশের সময় : জুন ৬, ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ /
নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কর্ণহার থানার কর্ণহার মোড়ে অভিযান পরিচালনা করে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: মাহবুল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সরমংলা আদর্শ গ্রামের মো: আব্দুর রেজ্জাকের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: মাহবুলের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের একটি মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র কর্ণহার থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। আজ ৬ জুন সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মাহবুল কর্ণহার থানার কর্ণহার মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে এএসআই মো: সিরাজুল ইসলাম ও তাঁর টিম সকাল পৌনে ৯ টায় অভিযান পরিচালনা করে আসামি মাহবুলকে কর্ণহার মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।