
মেরি ই. ব্রানকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচি
চিকিৎসা বিজ্ঞানে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিনজন বিজ্ঞানী। মানবদেহে প্রতিদিন হাজারো জীবাণুর আক্রমণ থেকে কীভাবে প্রতিরোধ ব্যবস্থা সুরক্ষা দেয়, সে বিষয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাঁদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সুইডেনের স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এ ঘোষণা দেয়। পুরস্কার ভাগ করে নেবেন মেরি ই. ব্রানকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচি।
নোবেল কমিটি জানিয়েছে, “পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত মৌলিক আবিষ্কারের জন্য” তাঁদের এ পুরস্কার দেওয়া হচ্ছে।
গবেষণায় তাঁরা আবিষ্কার করেন ‘রেগুলেটরি টি সেলস’, যা শরীরের নিরাপত্তারক্ষীর মতো কাজ করে। এগুলো আমাদের প্রতিরোধ ব্যবস্থা যাতে নিজ দেহের কোষকে আক্রমণ না করে, তা নিশ্চিত করে।
আপনার মতামত লিখুন :