পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম গ্রেপ্তার


editor প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ /
পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : রাজশাহীর পুঠিয়ার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সেলিম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পুঠিয়া সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার পালোপাড়া গ্রামের মৃত, বেলায়েত হোসেনের ছেলে, সেলিম হোসেনের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের জানমালের ক্ষতি ও তার বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত সেলিম অত্র থানায় দায়েরকৃত নাশকতার মামলার আসামি। তাই তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।