আফছার স্টাফ রিপোর্টার : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রবাসী নারী ফাতেমা আক্তারকে বাড়ি থেকে তুলে নেওয়া ও বাড়ি দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন স্থানীয় জিয়া। অভিযোগ রয়েছে, বাড়ি ছাড়তে না চাইলে পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর মধ্যম পাড়ায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন ফাতেমা আক্তারের স্বামী মফিজুর রহমান। তিনি জানান, “গত ১০-১২ বছর ধরে আওয়ামী লীগ নেতাদের হুমকির ভয়ে আমরা বাড়ি ছাড়া ছিলাম। বিদেশে থাকার পর ৫ আগস্টের পর দেশে ফিরে এসে বাড়ি ঘরে
মেরামত করে গ্রামে বসবাস শুরু করি। এরপর থেকেই পাশের বাড়ির শাহাদাত হোসেন রুপাত নানাভাবে আমাদের হুমকি ও হয়রানি করে আসছে।”
মফিজুর রহমান আরও জানান, “রোববার বিকেলে জিয়ার নেতৃত্বে একদল গুন্ডা বাহিনী আমার বাড়িতে এসে স্ত্রীকে তুলে নেওয়া ও মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে। প্রশাসনের কাছে আমার আবেদন, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমরা আমাদের পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
মফিজুর রহমান আরও জানান, শাহাদাত হোসেন রুপাত ফ্যাসিস্ট সরকারের আমলে যুবলীগের ক্যাডার ছিল। আওয়ামী লীগকে কাজে লাগিয়ে চাঁদপুর সরকারি হাইস্কুলে চাকরি নিলেও ৫ আগষ্টের পর রাতারাতি যুবদলের সাথে মিশে যায়। গত সরকারের সময়ে উপজেলা আওয়ামী যুবলীগের সরাসরি হস্তক্ষেপ এবং হুমকির কারণে আমি আমার পরিবার নিয়ে পৈত্রিক বাড়িতে আসতে পারি নাই।
সংবাদ সম্মেলনে প্রবাসী জাহের, ফাতেমা আক্তার, আবদুল মতিন, শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ধরনের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।কুমিল্লায় প্রবাসী নারীকে বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি, দখল চেষ্টার অভিযোগ
আপনার মতামত লিখুন :